Umama Fatema নামে এক আন্দোলনকারীর লেখা আজ – ‘
আজ বহুদিন পর ক্যাম্পাসে গিয়েছিলাম। শিক্ষকদের প্রোগ্রাম ছিল। গত ১৭ জুলাই, ২০২৪ হল থেকে বিতাড়িত হওয়ার পর আজকেই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গমন। নিজের ক্যাম্পাসে নিজেকেই বহিরাগত মনে হচ্ছিল। ঢোকার বিভিন্ন পথে পুলিশ। যারা এই ক্যাম্পাসের বাসিন্দা তাদের আজকে পুলিশের অনুমতি নিয়ে ঢুকতে হচ্ছে! ভিসি তার বাংলোতে আরামের ঘুম ঘুমায়, আর তার ছাত্ররা গুম আর চিরুনি অভিযানের ভয়ে ঢাকা শহরে এ বাসা থেকে ও বাসা পালিয়ে বেড়ায়।
আজকে শিক্ষকদের প্রোগ্রামে যোগ দিই। ছাত্র-শিক্ষকদের প্রোগ্রামে ক্যাম্পাসের কলা ভবন প্রাঙ্গন মুখরিত ছিল। পরে মিছিল নিয়ে ভিসি চত্ত্বর হয়ে আমরা রাজু ভাস্কর্যে আসি, রাজুতে সামিনা লুৎফা ম্যাম কিছুক্ষণ কথা বলেন। এরপর রাজু থেকে আবার মিছিল নিয়ে শহীদ মিনারে শিক্ষকরা শহীদ বেদিতে ফুল দিল। ক্যাম্পাসে অনেক সিনিয়র, জুনিয়র আসছিল। সবার সাথে প্রাণভরে আড্ডা দিলাম। এরপর নিভা আপুর সাথে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আজকের প্রোগ্রামের ছবি-ভিডিও কিছুই তেমন নেই।
রাতে ডিপার্টমেন্টের একটা মিটিং ছিল ছাত্র-শিক্ষকদের। শিক্ষকরা যে আমাদের সাথে মিটিং এর চিন্তা করেছেন এটাই অনেক। মিটিং এ কিছুক্ষণের জন্য ঢুঁ মারি! Same old SHIT! ছাত্ররা যখন ভিসি আর জীববিজ্ঞানের ডিন নিয়ে প্রশ্ন তুলছিল, তখন কিছু শিক্ষক তো ভিসি আর ডিনের গদি বাঁচানোটা ছাত্রদের পাশে দাঁড়ানো অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। বুঝার ক্ষমতাও নাই যে সময়টা খারাপ, এখন মুখটা বন্ধ রাখা উচিত! ছাত্ররা গুলি খাইছে ভাই! ফুলার রোডে টোকাইদের মাইর খাইছে! শহীদুল্লাহর সামনে ৩ দিন পর্যন্ত মারামারি করছে! হায়া শরম থাকলে তো ভিসি স্টুডেন্টদের পক্ষে আছে এসব আলাপ স্টুডেন্টদের সাথে মিটিং এ এসে মাড়ায় না মানুষ! আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের স্যালুট! বিশেষ করে Sadman এর কথা উল্লেখ না করলেই না
। কোনো ভুগিচুগি পাত্তা দেয়নি পোলাপান! It was really once in a life time moment.

কিভাবে গদি বাঁচাতে একেকজন মরিয়া হয়ে আছে সেটা এদের ডিফেন্সিভ আচরণ দেখলেই বোঝা যায়। আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাচ্ছি। রাস্তায় বের হলে সব টের পাওয়া যায়! মানুষের চোখের দিকে তাকালে টের পাওয়া যায়! আমরা ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছি। বিজয় আমাদের হবেই!’



আজকে AIUB faculty ছাত্র ছাত্রীদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
AIUB faculty members and students created a human chain.
1st august,2024


নাম: আলিফ ইসলাম ভূঁইয়ান
(খিলগাঁও গভমেন্ট স্কুল এন্ড কলেজ)
গ্রুপ : Science
এইচ এস সি: ২০২২
নিচের এই ছেলেটা ফেমাস না। এজন্য তাকে নিয়ে কোন হোশগোল নাই। সে যদি এখন বড় কিছু হত তবে সাথে সাথে হাজার হাজার পোষ্ট হয়ে যেতো। সে আজ বড় কিছু না বলে আজ ১৩ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায় নি। তাও কেউ পোষ্ট করে, কেউ বা করে না। পিছে ফিরে যাই-
১৮ তারিখ আনদোলনের উদ্দেশ্য বের হওয়ার পর থেকে আর বাসায় ফেরা হয়নি। ওর মা অসুস্থ্য একজন মানুষ। আদালত হতে শুরু করে এখানে ওখানে চক্কর কাটতে কাটতে ৯দিন পর জানতে পারে সে কারাগারে রয়েছে। তাদের মা-বাবাকে তখনও ভিতরে ঢুকতে দে নাই। তারা দুইটা বয়স্ক মানুষ বৃষ্টিতে ভিজছে ছেলেকে দেখার অপেক্ষা তে। কিন্তু দেখতে পারে নাই।
একজন স্টুডেন্ট কে এভাবে মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করার কি মানে হয় জানিনা?ওরা এখনো কোমলমতি ওরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে কিন্তু আপনাদের এই অমানবিক নির্যাতন নেওয়ার বয়স নেই। (গত ১৮/৭/২০২৪) রামপুরা থেকে নিয়ে যাওয়া হয় কোন খোঁজ পাওয়া যায়নি ৯ দিন পর যানা হয়েছে সে কারাগারে আছে।
এ মিথ্যা মামলার কি কোনো বিচার নাই?
সবাই একটু তার পাশে দাঁড়ান। অনুগ্রহ করে সবাইকে জানান। আবারো বলতেছি ছেলেটার আজ ১৩ দিন ধরে কোন খোঁজ নাই।


এই তাসের রাজত্ব ভাংতে কতক্ষন?
৬ সমন্বয়করা মুক্তি পেলেও, আরিফ সোহেল রিমান্ডে এখনও। আপনারা কেউ আরিফ সোহেলকে ভুলে যেয়েন না!
মুক্তি চাই!


লালমনিরহাটের ছবি এটা। পূর্বের প্রজন্মের বেশিরভাগ মানুষ যেখানে ভিপিএন কি তা বুঝেনা, কিংবা টেলিভিশনে বিটিভি বা বিটিভি লাইট দেখে ভাবছিলেন ‘সব স্বাভাবিক’, সেখানে তারা প্রজেক্টরের মাধ্যমে বিগত পনেরো দিনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোকে উন্মোচন করে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় বন্ধ করার একটা সিল্ভার লাইনিং হলো, এভাবে সবাই নিজ নিজ এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে প্রচারনা চালাতে পারছে।
৯ দফা মনে রাখার জন্য:
১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্রযাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে।
৩। ঢাকাসহ যত জায়গায় ছাত্র-নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে পদত্যাগ করতে হবে।
৫। যে পুলিশ-বিজিবি-রযাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসকল নির্বাহী মেজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র-নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।
৬। দেশব্যাপী যেসকল ছাত্র-নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দলীয় লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে।
৮। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারাদেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, রযাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে।
৯। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র-নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে।
আন্দোলন উপলক্ষ্যে একটি গান –
Title – INQUILAB (ইনকিলাব)
Artist – Mcc-e Mac , Gk Kibria
Prod by – NXMERCY
Video Edit : M R Rabbi
Lyric :
মইরা যামু কি হইছে?
কইয়া যামু কি হইছে?
১৬ বছর কি হইছে?
আর স্বাধীনতার কি হইছে?
কি হইছে আর কি হইবো?
ভবিষ্যতের কি হইবো?
এতো লাশের কি হইবো?
আর দাবি গুলার কি হইবো ?
মইরা যামু কি হইছে?
কইয়া যামু কি হইছে?
১৬ বছর কি হইছে?
আর স্বাধীনতার কি হইছে?
কি হইছে আর কি হইবো?
ভবিষ্যতের কি হইবো?
এতো লাশের কি হইবো?
আর দাবি গুলার কি হইবো ?
আমার মুখের ভাষা বাংলাতে কথা কইলে গুম,
সাদা পোষাকধারী দূর থেইকা কইরা দেখে জুম।
অনেক কথা জইমা আছে যেডি কইতে এখন মন চায়না,
চোখ বন্ধ ভবিষ্যতের আলো খুইজা কেন পায়না?
এডি মানুষ না এডি বেটা জানোয়ার,
মানবতার ফেরীওয়ালার ফেরী দেখি খালি আর ,
মেট্রোর চোখে পানি , নাটকীয় পর্ব
১৯ জুলাই রাইতে মায়ের বুক হইলো গর্ত।
পকেট ভরা বন্ধ হইলে মেট্রো হইবো ১০ বার,
জান গেলে একবার ,ফিরবো না বার বার।
পকেট ভইরা বিদেশ পালাও , কইরা চুরি হিসাব মিলাও
পিওন যদি কামায় ৪০০ কোটি, তুমি কামাও কত? লাখ কোটি ?
রাজাকার রাজাকার আমি কে ? তুমি কার ?
পকেট ভরে যেই শালাই ঐ শালাই রাজাকার।
আমার ভাইয়ের রক্তে আজকে আপনার হাতটা রাঙ্গানো
আর টিভিতে নেতাটা বলে , বিপক্ষদের সাজানো ।
এই গদি যখন ফিক্সড তখন জনগন লাগেনা,
কিসের এতো অধিকার কেউ কিছু শুনেনা
কয় বার মারবি? বার বার আসমু ,রক্তের জার্সি
ভাই-বোন কবরে ,ভূয়া নিউজ খবরে, মিডিয়াটা দখলে
প্রচারক হইয়া গেলো প্রতারক
হাজার কোটি লইয়া ভাইগা গেলো প্রশাসক
ভূয়া ভোট ছাড়া দল বাটে তবারক
আমার খোদা হইলো সবকিছুর বিচারক
বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম
আমি দেশের গোলাম ,এই জাতির গোলাম
কত মায়ের বাধন , লাল সাদা কাফন
আমি দেখি যখন, আমি মরি তখন
বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম
আমি দেশের গোলাম ,এই জাতির গোলাম
আমার প্রতিবাদি গান যার প্রতিদানে জেল ,
আন্ধার রাইতে ঘরের বাইর থেইকা বাজায় কেডা বেল?
আমার টাকায় নেট চালাই বন্ধ করার তুই কে?
রেমিট্যান্স বন্ধ হইলে মইরা যাবি চোখের পলকে।
আমার দেশ সোনার বাংলা ,সোনা আছে মাগার বাংলা নাই
বোনের উপর হামলা তোগোর কাছে কোনো বিচার নাই
যদি জান যায় তাও ম্যক গান গায়
লগে জি.কে হল্ড পুরা থাকে যে আশংকায়
লিরিকালি ভমকায় ,প্রশাসনে ধমকায়
মইরা যামু দেশের লেইগা তাও দেহো চমকায়
মইরা যামু কি হইছে?
কইয়া যামু কি হইছে?
১৬ বছর কি হইছে?
আর স্বাধীনতার কি হইছে?
কি হইছে আর কি হইবো?
ভবিষ্যতের কি হইবো?
এতো লাশের কি হইবো?
আর দাবি গুলার কি হইবো ?
মইরা যামু কি হইছে?
কইয়া যামু কি হইছে?
১৬ বছর কি হইছে?
আর স্বাধীনতার কি হইছে?
কি হইছে আর কি হইবো?
ভবিষ্যতের কি হইবো?
এতো লাশের কি হইবো?
আর দাবি গুলার কি হইবো ?
আমি এমন একটা জাতি, যে জাতি চালায় হাতি
আর হাতির হইবো নাতি, আবার নাতি চালায় জাতি
এইভাবে যাইবো দিন, দিনের উপরে আসে ঘিন
নৌকা মার্কা ঢেউ টিন ,হাতায় দেখি নাইগা MEAN।
ঠাকুরগাঁওয়ের মোমবাতি প্রজ্বলন,,,,
সময়:১ আগস্ট ২০২৪




সজীব করিব মহাশ্মশান

পলক আজ সংবাদ সম্মেলনে আলোচনা করেছে যে ইন্টারনেট ছাড়াও কিভাবে ব্যংক চলতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এটি খুবই অশনি একটি সংকেত। ওরা কি আবার ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউনের কথা ভাবছে?
ইন্টারনেট ছাড়া ব্যাংক চালু রাখার ব্যাপারে আলোচনা চলছে। তার মানে দাঁড়ায় শীগ্রই নেট বন্ধ করা হতে পারে। একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি কোনো দল সাপোর্ট করি না, পলিটিক্স এর সাথে কোনো ভাবেই আমি জড়িত নই। কিন্তু আমি এবং আমার মতো যাদের বিজনেস এ অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এর দায় ভার কে নেবে ?

খবর এর সূত্র: https://www.prothomalo.com/business/bank/xw9smwr8cl

https://www.tbsnews.net/bangladesh/bb-develop-networking-app-capable-running-inter-bank-operations-during-internet-outage

একটি জাতীয় পত্রিকা বন্ধ হয়েছে আজ।
ছাত্রদের সাথে সংহতি জানিয়ে প্রোফাইলে লাল ছবি দেয়ার একদিন পর আজ হুট করেই নোটিশ দিয়ে সকল কর্মীকে চাকুরী থেকে অব্যহতি দেয়া হয়৷ কারণ দর্শানো হয় আর্থিক অসঙ্গতি৷ আসলেই কি তাই? আবারও স্মরণ করিয়ে দিই, গণমাধ্যম হিসেবে একমাত্র তারাই লাল ছবি প্রোফাইলে দিয়েছিল। পত্রিকাটির নাম দৈনিক নয়া শতাব্দী।

১৯৭৫ এর পনোরোই আগষ্ট ধানমন্ডি ৩২ নাম্বার ভবনের ক্ষতি সাধনের জন্য আমরা শোক প্রকাশ করছি।

২৬৬+ হত্যার পরও এই সরকার যদি মেট্রো আর সেতু ভবনের জন্য চোখের পানি ফেলে, তাহলে কেন আমরা এই বাড়ির ক্ষতির জন্য কাদতে পারব না?
ঢাকায় সেনাবাহিনি নামানোর পরের একটি ভিডিও পেলাম। নিচে তা দেয়া হলো –
There’s always a need for new superheroes. As society changes, the types of superheroes will probably change as well.

আগামীকালের কর্মসূচি:
আগামীকাল সবাই সাইন্স ল্যাব যেই মসজিদ আছে (বাইতুল মা’মুর জামে মসজিদ) সেখানে জুমার নামাজ আদায় করব। তারপর নামাজ শেষে সবাই সাইন্স ল্যাব এ উপস্থিত থাকবো,সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি কাম্য।
~ সমন্বয়ক পরিষদ
ঢাকা কলেজ
আইডিয়াল কলেজ,ধানমন্ডি
ঢাকা সিটি কলেজ
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

ঢাবি আইন বিভাগের দুইজন শিক্ষক আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ায় ৪৭ ব্যাচের শিক্ষার্থীরা ওনাদের ক্লাস বয়কট করেছেন।
জেগে উঠো পদাতিক



ক্রেডিট- Ar Raji

বেআইনি ভাবে আটক রাখা থেকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার রাত থেকে ৩২ ঘন্টা আমরণ অনশনে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদার।
এসময় তারা কোনপ্রকার খাবার, পানি, ও চিকিৎসা নেওয়া থেকে বিরত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন ও সমন্বয়কদের অনশনের মুখে আজ দুপুর ১ টার দিকে ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।
৩২ ঘন্টা তারা অনশনে। অথচ জানানোই হয়নি কোন মিডিয়াকে।
https://www.banglatribune.com/others/856496/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%A8-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%AC-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%9F%E0%A6%95













The singer has been arrested for this song!
HANNAN, SnareByt – AWAAZ UTHA (আওয়াজ উডা) | BANGLADESH Written and Performed By HANNAN Produced By SnareByt Mixed and Mastered By SnareByt Artwork – SnareByt
LYRICS:
HOOK
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ
VERSE
আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার
ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্তে হাহাকার
গদিত বইসে স্বৈরাচার কত কিছু শইয়া আর
তর পজিশন টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর
নামসি বুকে পতাকা দেশ বেচতাসোস কয় টেকা ?
সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কইথেকা?
আবু সাঈদরে গুল্লি করলি অডার দিলো কইথেকা?
এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা!
আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই
তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই
হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছারতি তুই
একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই
শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফ ও
রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনান ও
সোনার বাংলা রয়া যাইবো সোনার ছেলে বাদ্দা গো
কাপুরুষ এর পরচিয় তগো কইলজা রাখসি মাপ দা গো
ছাত্র ছারা লীগ হয় নাই তর লীগের কামডা ঠিক হয় নাই
সাধীন বাংলা কইসে খালি বাংলা আর সাধীন হয় নাই
দেশ টা যে কারো বাপের একা ওর বাপে কয়া যায় নাই
হের বাপে যা কইরা গেসে ওর ভিত্তে এডি রয়া যায় নাই
যেউ বুকে কাল্কে মেডেল ঝুলবো ওই বুকে আজকে গুল্লি কে
কথা হইলো মুরদার দেশে ন্যায় এর আওয়াজ তুলবি কে
৫২র টা ভুলতারি নাই ২৪ এর টা ভুলবি কে
শিক্ষার মাজা ভাংগবি তাইলে স্কুল কলেজ খুল্লি কে!
বাংগালী ত বোকা ভাই আমরা পায়ে পায়ে ধোকা খাই
এত বছর চুইশ্শা খাইসোস পরের পাচে ও তরে চাই
ঘরের সন্তান যে ঘরে নাই এই চিন্তা আপায় করে নাই
কত ঝর যে আইলো গেলো চেয়ার আপার লরে নাই
না কোন লীগের আমরা না আইসি কোন দলের তে
নামসি রাস্তায় কাফোন মাথায় টাইন্না আনুম তলের তে
সাইদ আমি গুল্লি লমু হাসি মুখে নলের তে
স্টুডেন্ট গো আওয়াজ ডাবা কমান্ড আইসে দলের তে?
HOOK
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় এত রক্ত কাগো আওয়াজ উডা
আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ
রাস্তায় গুল্লি করলো কেডা
আওয়াজ উডা বাংলাদেশ

https://bangladeshmoments.com/entertainment/129520/
র্যাপার হান্নানকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বলছেন দেশের তারকারা – https://www.channel24bd.tv/entertainment/article/222725/%E0%A6%B0%E2%80%8D%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%C2%A0?fbclid=IwY2xjawEaL2RleHRuA2FlbQIxMAABHfP1rn1oOX2fsk04gkO_T6l7yvyAIZulLaX3txeN0Uv41qhQCKjnNl0WUQ_aem_0boPguAYDsVMTCfn0nwDpg
আজকে আগামিকালের কর্মসূচির ঘোষনা –
আজকে শিল্পিদের ২ টি অংশ এসেছিল। একটি অংশ এসেছিলো ফার্মগেটে ; যারা কথা বলেছে ছাত্রদের জন্য। আরেকটি অংশ বিটিভি ভবনে গিয়ে শোক প্রকাশ করেছে মেট্রো আর বিটিভির জন্য।
মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনীদের কেন স্পেশাল ট্রিট করা যাবেনা জানেন?
কারন মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে তার দেশপ্রেম থাকবে এর কোনো গ্যারান্টি নেই।
শহিদুল্লাহ্ কায়সার এ দেশের প্রথম সারির বুদ্ধিজীবী হিসেবে একাত্তরে প্রাণ হারান। অথচ তার মেয়ে শমী কায়সার আজ বিটিভি ভবনে গিয়ে কেন্দে দিয়েছে।
শমীর চাচা জহির রায়হানকে একটা স্বাধীন দেশ থেকে যাস্ট উধাও করে দেয়া হয়।
তাদের উত্তরসূরি শমী কায়সার বিটিভি ভবনের জন্য কাঁদে। বুঝতে পারছেনতো কেন মুক্তিযোদ্ধার সন্তানদের স্পেশাল ট্রিট করা যাবেনা?

চাটুকার শিল্পিদের চিনে রাখুন


আজ সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে গনমিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে আপনারা সবাই অবশ্যই যোগদান করবেন।
স্থানঃ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর ঠিক সামনে এবং সময় সকাল ১০ টা।
– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা
#StudentsUnderAttack pic.twitter.com/RKzdC4YFlT
— July Massacre (@JulyMassacre24) August 2, 2024

TSC – 12:40 PM

#SaveBangladeshiStudents pic.twitter.com/OhoVlkf1XX
— July Massacre (@JulyMassacre24) August 2, 2024
গণহত্যা ও গণগ্রেফতার, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল সারাদেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল প্রার্থণালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
সময় : জুমার নামাজের পর (২ রা আগস্ট)
জমায়েত : আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ( কিছুক্ষণ অবস্থান করার পর আমরা মুভ করবো)
শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল” কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন।
দেশের প্রত্যেক মসজিদ থেকে ” প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ” কর্মসূচী বাস্তবায়ন এবং সফল করার আহ্বান জানাচ্ছি।
বার্তাপ্রেরক :
খান তালাত মাহমুদ রাফি
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

আজ ছাত্র-জনতার ঢল নেমেছিল রাজধানীর রামপুরার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের মূল গেইটের সামনের কর্মসূচিতে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
৩২শে জুলাই, ২০২৪



হাসিনা সরকার আজ হুট করে এসে জামাআত নিষিদ্ধ করছে। এর কারন এদেশের জনগণ বুঝে। কাল থেকে যারাই মাঠে নামবে, তাদের জামাআত বলে চালিয়ে দিবে। এসবে আর কাজ হবে না এবার।


কত বার মুছে দিবে?
নেক্সট পোস্ট যেন ইনশা’আল্লাহ নতুন কিছু সুন্দর গ্রাফিটি নিয়ে করতে পারি। STAY TUNED.


দেয়াললিখন ছড়িয়ে পড়েছে সারাদেশে। কতগু্লো মুছবি তোরা?



আজকে ছাত্রদের কিছু ধরপাকড় –
#SaveBangladeshiStudents #SaveBangladeshiStudentsAndTeachers pic.twitter.com/EbLQYlTVLB
— July Massacre (@JulyMassacre24) August 2, 2024
\
#SaveBangladeshiStudents #SaveBangladeshiStudentsAndTeachers pic.twitter.com/FBKyVYyaKq
— July Massacre (@JulyMassacre24) August 2, 2024
জাতীর দুঃসময়ে এভাবেই এরা জিকির করছে –
— July Massacre (@JulyMassacre24) August 2, 2024
ওরে বাবা।।লিস্ট হচ্ছে
